রাঙ্গুনিয়া প্রতিনিধি# অনুসন্ধানী সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দৈনিক প্রথমআলো পত্রিকার জেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলাম এর উপর হামলা, নির্যাতন, মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া প্রেসক্লাবের আয়োজনে ২০ মে ২০২১ ইং বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটের সময় রাঙ্গুনিয়া উপজেলা গেইট সংলগ্ন কাপ্তাই রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি আকাশ আহমেদ, সাধারন সম্পাদক মোঃ জিগারুল ইসলাম জিগার, পাক্ষিক রুপালী রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক এনায়েতুর রহিম, সিনিয়র সাংবাদিক পান্ত নিবাস বড়ুয়া, মোঃ ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাছির, আব্বাস হোসেন আফতাব, অর্থ সম্পাদক মোঃ জগলুল হুদা, আরিফুল হাসনাত, রাঙ্গুনিয়া আর্দশ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম, রুবায়েত রাশেদ, দ্বিপায়ন সুশীল প্রমূখ। বক্তারা রোজিনা ইসলাম কে হেনস্থাকারীদের বিচার এবং দ্রুত তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সাংবাদিক রোজিনা ইসলামকে জেলে রেখে স্বাস্থ্যমন্ত্রনালয়ের কর্মকর্তাদের বদলী এটা কোন শাস্তি নয়। দোষীদের গ্রেফতারেরও দাবী জানান। মানববন্ধনে রাঙ্গুনিয়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করে।