রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার পাশে অবস্হিত মারকায আল ইমাদি রাঙ্গুনিয়া শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার(৬মে) সকালে মাদ্রাসা মাঠে দুই শতাধিক মাদ্রাসার এতিম ছাত্র ও স্হানীয় গরিব অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জসিমউদ্দিন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলম, প্রকৌশলী অধিদপ্তর,রাঙ্গুনিয়া শাখার প্রধান ইঞ্জিনিয়ার দিদারুল আলম দিদার, মারকায আল ইমাদি রাঙ্গুনিয়া শাখার প্রশাসনিক কর্মকতা মাওলানা শামসুল আলম চৌধুরি, মাওলানা নুরুল আবছার প্রমুখ।