রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার(১৫ আগস্ট) রাঙ্গুনিয়া উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও উপজেলা কেন্দ্রীয় পূজা পরিষদের উদ্যোগে পৌরসভার সৈয়দ বাড়ীস্থ নারায়ন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা জ্যোতিসানন্দ মন্দিরের অধ্যক্ষ গুরুকৃপা আনন্দ মহারাজ। পূজা পরিষদ আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শৈবাল চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস, বাগীশিক উপজেলা সভাপতি ডা. রুপণ কান্তি শীল, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ শীল, অর্থ সম্পাদক টিপলু নাথ, সহ অর্থ সম্পাদক বাদল নাথ, দপ্তর সম্পাদক অনিক দাশ, পৌরসভা পূজা পরিষদের সাবেক সভাপতি শৈবাল দাশ, ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন সভাপতি শিপন শাহা, সাধারণ সম্পাদক সুমন কুমার দে, পারুয়া ইউনিয়ন সভাপতি ছোটন নাথ, পোমরা ইউনিয়ন সাধারণ সম্পাদক মানিক দাশ, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি বিজয় তুরী, সাধারন সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, রাজীব শীল, নারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক অংকুর দেওয়ানর্জী, সরফভাটা গীতা শিক্ষক বিভাষ মহাজন, চন্দ্রঘোনা পূজা পরিষদের সভাপতি পরিমল দাশ,পারুয়া ইউনিয়ন পূজা পরিষদের সহ সভাপতি তুষার পাল, রাঙ্গুনিযা উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক জিৎ শর্মা, বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক মিল্টন চক্রবর্ত্তী, নারায়ন মন্দিরের পূজারী সুজন চক্রবর্ত্তী প্রমুখ।
এই সময় আরো উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন নেতৃবৃন্দ।