রাঙ্গুনিয়া প্রতিনিধি
কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রক্ষোভ সারা দেশে আবারো বৃদ্ধি হওয়ায় বেড়েছে করোনা রোগীর সংখ্যা তার মধ্যে পিছিয়ে নেয় রাঙ্গুনিয়া। প্রতিদিন কেউনা কেউ করোনায় আক্রান্ত হচ্ছে আবার একটু বয়স্ক রোগীদের ভুগতে হয় শ্বাসকষ্টে। অনেক অসহায় মানুষ আছে যাদের শ্বাসকষ্ট হলেও টাকার অভাবে অক্সিজেন,নেবুলাইজার সেবা পায়না। একজন রোগীর ঠিক সেই কঠিন মুহুর্তে এলাকার কেউ যদি তরুণ ব্যবসায়ী ইদ্রিসকে ফোন দিলেউ ফ্রি পালস-অক্সিমিটারসহ অক্সিজেন ও নেবুলাইজার নিয়ে উপস্থিত হন রোগীর বাড়িতে। সে গত বছর থেকে বিনা পয়সায় এই মানবতার সেবা দিয়ে যাচ্ছে।ব্যবসায়ী ইদ্রিস রাঙ্গুনিয়া উপজেলা লালানগর ইউনিয়নের বন্দারাজাপাড়ার নূর সৈয়দের ছেলে। সে তাঁর এলাকায় এই মানবতার সেবা দিয়ে যাচ্ছেন।
জানা যায় সে রাঙ্গুনিয়া আই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের একটি লভ্যাংশ এই মানবতার সেবাই ব্যয় করে থাকেন। তরুণ সংগঠক ও ব্যবসায়ী মুহাম্মদ ইদ্রিস বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটি লভ্যাংশ থেকে গত বছর পালস-অক্সিমিটারসহ অক্সিজেন ও নেবুলাইজার কিনে অসহায় গরিব শ্বাসকষ্ট রোগীদের মাঝে বিনা পয়সায় সেবা দিয়ে যাচ্ছি, আমি গত বছর ১৭জনকে এইসেবা দিয়েছি এবং এইবছর ৫জনকে এইসেবা দিতে সক্ষম হয়েছি, এবং কোন রোগীর জরুরী প্রয়োজনে আমার নাম্বারে ফোন দিলেই আমি সেবা নিয়ে তাঁদের কাছে উপস্থিত হয়। এবং এইবছর তাঁর পাশাপাশি এলাকার গ্রাম ডাক্তারদের মাঝে পিপিই, মাক্স সহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম উপহার হিসেবে দিয়েছি। ভবিষ্যতে এইসেবা অব্যাহত থাকবে।