দ্বিপায়ন সুশীল, রাঙ্গুনিয়া
দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক প্রথম আলো বন্ধুসভার রাঙ্গুনিয়া উপজেলা আহবায়ক কমিটি গত ১৩ জানুয়ারি প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় পরিচালনা পরিষদ অনুমোদন দিয়েছে।
এর আগে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে শিক্ষক মোঃ আবু সায়েম কে আহবায়ক ও আছগর আলীকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ষুগ্ম আহবায়ক মতি চাকমা ও সুকন্যা বিশ্বাস প্রান্তিকা। সদস্য সৈয়দ মনঞ্জুর মোর্শেদ, দেবাশীষ মুৎসুদ্দি, দ্বিপায়ন সুশীল, মাহবুবুল আলম সিকদার, মোঃ আবদুল কাইয়ুম, নুসরাত জাহান অর্পি, তাহসিন উদ্দিন কোরেশী, সাদিয়া সুলতানা, মুহাম্মদ আমিমুল ইহসান, জোনাইদ হোসেন, জাওয়াদ হোসেন সেজান ও মোহাম্মদ রায়হান প্রমুখ।
বন্ধুসভা কেন্দ্রীয় পরিষদ আগামী ৪ মাসের মধ্যে আহবায়ক কমিটিকে সদস্য সংগ্রহ ও পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।