চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতভাগ ফসল উত্তোলনের পরিকল্পনা বাস্তবায়নের কৃষি বিভাগের উদ্যোগে কম্পাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) ইরি-বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন ও মেশিনের চাবি হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। ধান কাটা মেশিন উদ্বোধন ও চাবি হস্তান্তরের আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোঃ শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিগারুল ইসলাম জিগার, চন্দ্রঘোনা চেয়ারম্যান ইদ্রিস আজগর, শিলক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় তথ্যমন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের বিনা মূল্য সার ও বীজ ধান বিতরণ করেছেন। সরকারিভাবে আবার কৃষকদের কাছ থেকে অধিকমূল্য ধান ক্রয়ের নির্দেশনা বাস্তবায়ন করছেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, এবারের করোনা ভাইরাস মোকাবেলার জন্য কৃষকদের কথা চিন্তা করে সরকার ভূর্তকি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌঁছে দিয়েছে। সরকার ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌঁছে দিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের কথা ভাবেন।
আধুনিক ধান কাটা মেশিনের বিবরণে জানা গেছে দৈনিক ৪/৫ জন শ্রমিকের কাজ করতে সক্ষম এ মেশিন, ৩০ লক্ষ টাকা দামের এই কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন সরকারি ভাবে ৫০% ভর্তুকিতে দেয়া হয়েছে। রাঙ্গুনিয়ায় এখন পুরোদমে চলছে ধানকাটা। দ্রুত ধান কাটতে এখন থেকে ব্যবহার করা হবে কম্বাইন্ড হার্ভেস্টার।