রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ-
রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩জুন) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মারমা’র সভাপতিতে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মুহাম্মদ মিনহাজুর রহমান, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মুহাম্মদ শহীদ উল্লাহ,ইউনিয়ন আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রীবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে ইউনিয়ন দলনেতা দলনেত্রী এবং আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ শেষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মারমা বলেন, সারা বাংলাদেশের ৬৮হাজার গ্রামে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আশরাফ হোসেন ছিদ্দিক স্যারের নির্দেশনার আলোকে রাঙ্গুনিয়া উপজেলার ১৭০টি গ্রামের জন্য দুটি করে মোট ৩৪০টি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এই বৃক্ষ ভবিষ্যতে আমাদের দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।