রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)
প্রতিনিধি রাঙ্গুনিয়ায় করােনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম ইতিমধ্যে রাঙ্গুনিয়ায় শুরু হয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭৮০০ জন মানুষের মাঝে ৩৯ লাখ টাকার নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৬মে) ১নং রাজানগর ইউনিয়ন পরিষদে ৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫০০ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রধানমন্ত্রী উপহার তুলে দেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
এইসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সহকারি কর্মকর্তা মীর মুহাম্মদ আলমগীর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার, সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার,ইউপি সদস্য আব্দুল বারেক,এরশাদুর রহমান,আবু তৈয়র,আমিন তালুকদার,শেলী দাস, ইউনিয়ন আ.লীগ নেতা,বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,আবুল মোস্তফা,হাবিবুর রহমান,স্বপ্নন তুরী, সুভাষ বোস, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান,আশরাফ খান,মোঃখোরশেদ প্রমুখ।