রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব অসহায় মহিলাদের কর্মস্থান সৃষ্টির লক্ষে তার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান এ্যডভোকেট আয়েশা আকতারের মাধ্যমে “মহিলা ফোরামের” উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়। বুধবার (২৬মে)সকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেলাই মেশিন অনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান এ্যাডভোকেট আয়েশা আকতার,অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পলাশী মুসুৎদ্দী, সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, বেতাগী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি সুফিয়া আকতার,সাধারণ সম্পাদক রিজিয়া আকতার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রনব কুমার দে,যুবলীগ নেতা হাসান মুরাদ কপিল, কৃষকলীগ নেতা মোহাম্মদ আলী, সেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউর রহমান জিয়া, বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ। এসময় রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের ২৪জন অসহায় মহিলাদেরকে ২৪টি সেলাই মেশিন “মহিলা ফোরাম”র পক্ষ থেকে বিতরণ করা হয়।