মোঃ আব্দুল হাকিম
প্রতিনিধি বদরগঞ্জ,রংপুর।
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নস্থ লালদিঘী বাজারে “লালদিঘী ডেভেলেপমেন্ট সোসাইটি (এল ডি এস)” এর আয়োজনে “লালদিঘী ডেভেলেপমেন্ট সোসাইটি (এল ডি এস)” এর কার্যলয়ে ০৪-০৮-২০২১ ইং তারিখ রোজ বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পযর্ন্ত ২৫ বছর উর্ধ্বে 06 নং রাধানগর ও ০৭ নং গোপীনাথপুর ইউনিয়নের নাগরিকদের মাঝে কভিড-১৯ (করোনা), বিস্তার রোধে সরকার কতৃর্ক বিনামূল্যে করোনার টিকা গ্রহনের জন্য ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্পেন ও মাস্ক বিতরন র্কাযক্রম পরিচালিত হয়।
রাধানগর দক্ষিন খামার পাড়ার মোঃ হাবিবুর রহমান (৩১) বলেন, সরকার কর্তৃক প্রদত্ত কভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করতে বিভিন্ন কম্পিউটারের দোকানে ঘুরতে হতো কিন্তু লালদিঘী বাজারে “লালদিঘী ডেভেলেপমেন্ট সোসাইটি (এল ডি এস)”এর আয়োজনে বাড়ির পাশে লালদিঘী বাজারে প্রচার করে আমাদেরকে ফ্রী ফ্রী কভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের জন্য রেজিষ্ট্রেশনের সুয়োগ করে দেওয়া এবং এত ভাল উদ্যোগ গ্রহনের জন্য সকলকে ধন্যবাদ জানান।
অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, জনাব মোঃ মমিনুল ইসলাম(সৌদি প্রবাসি) মুঠোফোনে “টেক নিউজ বিডি ২৪ ডট কমকে” বলেন,“লালদিঘী ডেভেলেপমেন্ট সোসাইটি (এল ডি এস)” সংগঠনটি র্দীঘদিন ধরে সমাজ এবং সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসাবে আজ লালদিঘী এলাকার জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় এবং কভিড-১৯ ভ্যাকসিন গ্রহনে অগ্রহী করার জন্য মাস্ক বিতারণ ও কভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্পেন পরিচালিত হয় এবং অব্যাহত থাকবে।
উক্ত করোনা টিকার ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্পেন শুভ উদ্বোধন করেন জনাব মোঃ সাইদুর হক, প্যানেল চেয়ারম্যান, ৬ নং রাধানগর্ ইউনিয়ান পরিষদ। উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুর রশিদ সরকার, সহ সভাপতি “লালদিঘী ডেভেলেপমেন্ট সোসাইটি (এল ডি এস)” বদরগঞ্জ,রংপুর,জনাব মো: মোস্তাক আহম্মেদ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, “লালদিঘী ডেভেলেপমেন্ট সোসাইটি (এল ডি এস)” জনাব মো: আব্দুর হাকিম,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,“লালদিঘী ডেভেলেপমেন্ট সোসাইটি (এল ডি এস)”। সংগঠনের অন্য সদস্য বৃন্দ ও মান্য গন্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।