মোঃ আব্দুল হাকিম, প্রতিনিধি রংপুর
করোনা ভাইরাসের কারণে চলমান সংকটকালীন মুহুর্তে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও পানি বিতরণ করা হয়। আজ শনিবার ( ১ মে) বিকালে রংপুর নগরীর লালবাগ, কলেজ রোড ( চারতলা মোড়) ট্রাক স্টান্ড এলাকায়, রিক্সা চালক, অটো চালক, অতি দরিদ্র, নিম্নবিত্ত ও পরিবার গুলোর মাঝে ইফতার ও পানি বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, রমজান মাসে প্রতিদিন অসহায় মানুষগুলো যেন শুধু পানি মুখে দিয়ে রোজা না ভাঙ্গে সে জন্য রংপুর জেলা ছাত্রলীগ প্রধানমন্ত্রী নির্দেশে অসহায় মানুষে মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছে।
রমজান মাস ব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, মোস্তফা পারভেজ জিয়ন, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, স্বাস্থ্য সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, উপ প্রচার সম্পাদক নাহিদ হাসান সাদ্দাম, ছাত্রলীগ নেতা মুরাদ কাওছার, মাহমুদুর রহমান অভি, আল শাহরিয়ার মেহেদী , মেহেদী হাসান জিম, তৌহিদ, রুহুল, কিম শাওন, মাহফুজার রহমান রাকিব, নয়ন ইসলাম রেজুয়ানুর রহমান রিদয়, অমিত কাজল মহন্ত, জয় মহন্ত, ইত্যাদি।