মোঃ আব্দুল হাকিম রংপুর প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জে ৩৭৫ পিস ইয়াবাসহ দেব দুলাল সরকার(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী এলাকার কামার পাড়ার পরেশ চন্দ্র সরকারের ছেলে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় কালীরঘাট বাজারের বদরগঞ্জ-লালদীঘি সড়ক থেকে তাকে আটক করে।
পরে তার দেহ তল্লাশী করে ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই সাদ্দাম হোসেন। তাকে সহযোগিতা করেন এসআই ওয়ালিউর রহমান, এসআই আহসান হাবীব ও কনস্টেবল জিওফ। বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, এঘটনায় মামলা হয়েছে এবং ওই মামলায় দেব দুলালকে গ্রেফতার দেখানোর পাশাপাশি তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।৷