মোঃ আব্দুল হাকিম , বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শর্ষেক্ষেত থেকে বাড়িতে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বদরগঞ্জ থানায় পারভেজ মিয়া(২২) নামে এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আজ রবিবার(১৭ জানুয়ারি) সকালের দিকে ঘটনাটি ঘটে উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি কচুয়াপাড়ায়। ইটভাটার শ্রমিক পারভেজ একই এলাকার আজিয়ার রহমানের পুত্র। শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগির পরিবার সুত্রে জানা গেছে, গত তিনদিন আগে অভিযুক্ত পারভেজের স্ত্রী তানজিলা পারভিন বাবার বাড়ি বেড়াতে চলে যান। বাড়িতে পারভেজ ছিলেন একাই।
সকালের দিকে শিশুটি শর্ষেক্ষেতে ফুল তুলতে যায়। সেখান থেকে শিশুটিকে কৌশলে নিজ বাড়ি ডেকে নেন পারভেজ। এসময় শিশুটিকে ঘরে নিয়ে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায় সে। পরে শিশুটি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে শিশুটিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করার পরামর্শ দেন।
শিশুটির মা বলেন, প্রতিবেশি পারভেজ আমার মেয়েকে শর্ষে ক্ষেত থেকে ডেকে বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে জাপটে ধরে ক্ষতি করার চেষ্টা চালায়। আতঙ্কে মেয়েটা এখন কোন কথা বলতে চাইছে না। আমি পাষন্ড পারভেজের শাস্তি চাই।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমীন আক্তার বলেন, ‘প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ওসিসিতে রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়।’
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, একটি শিশুকে ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।