এম. মিজানুর রহমান লিটন, যশোর প্রতিনিধি: যশোর সদরের বসুন্দিয়ায় গতকাল শরিবার সকাল ১১.০০ টায় প্রেসক্লাব বসুন্দিয়াসহ আরও ৫টি সংগঠন ধর্ষন, হত্যা ও নারী নির্যাতন বিরোধী মানববন্ধন করে। সম্প্রতি অব্যাহত শিশু নির্যাতন, শিশু ও নারী ধর্ষন, খুন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে মহামারিতে রূপ নিয়েছে। দেশের সর্বস্তরে ধর্ষন বিরোধী সচেতনতা, ধর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চয়ন করে ধর্ষন নামক অপরাধ চিরতরে নিমূলের দাবিতে এ মানববন্ধন করা হয়।
সমন্বিত এই মানববন্ধনে বিভন্ন এলাকার ছাত্র-ছাত্রী, তরুন-যুবক ও স্থানীয় ব্যাবসায়ীরাও অংশগ্রহন করেন। বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ডে মহাসড়কে সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত স্থায়ী হয়। স্ব-স্ব ব্যানারে মানবন্ধনকৃত সংগঠনের পক্ষ থেকে বক্তৃতা করেন, প্রেসক্লাব বসুন্দিয়া’র সাধারণ সম্পাদক আবু তাহের, পাশে আছি আমরা’র সদস্য অর্নি, সভাপতি- কাজী ফারদিন ইসলাম আবির, বট বৃক্ষ’র সভাপতি, মোঃ তরিকুল ইসলাম, জঙ্গলবাধাল ভৈরব যুব সংঘ’র সদস্য হাসান আলী, সোনালী স্বপ্ন সংঘ’র সভাপতি। সমন্বিত প্রতিবাদী মানব বন্ধনের সভাপতিত্ব করেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি মোঃ কামাল হোসেন। উপস্থাপনা করেন, আলোকিত জয়ান্তা’র সভাপতি, মোঃ নাজিম উদ্দীন।