নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে মনিকা একাডেমির আয়ােজনে শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযােগিতা, আলােচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে সদর হাসপাতাল সংলগ্ন মনিকা একাডেমির কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়ােজন করা হয়।
সবুজকথা আঞ্চলিক শিল্প ও সাহিত্য পরিষদের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন প্লাজা নড়াইলের ব্যবস্থাপক আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন সোনালী ব্যাংক নড়াইল আঞ্চলিক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মফিদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলা রাইস মিল সমিতির সভাপতি আমিনুর রহমান মিটু। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন মনিকা একাডেমির পরিচালক ও সবুজকথা সাহিত্য পত্রিকার সম্পাদক সবুজ সুলতান।
আলোচনা শেষে সন্ধ্যায় চিত্রাঙ্কন, আবৃত্তি, গজল, সাধারণ জ্ঞান, কবিতা ও ছোট গল্প লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।