রাঙ্গুনিয়া প্রতিনিধি# রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি প্রয়াত মাস্টার দুলাল কান্তি শীল এর শোক সভা অদ্য ১১ মে মঙ্গলবার সমিতির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাঃ রুপন কান্তি শীলের সঞ্চালনায় ও সমিতির সভাপতি নির্মল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য ও শোকাঞ্জলী পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক দ্বিপায়ন সুশীল।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সদস্য মাস্টার অজিত কুমার শীল, পরিমল বিকাশ শীল, রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক দীলিপ দাশগুপ্ত, রাঙ্গুনিয়া আর্দশ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমলেন্দু বিকাশ ধর, সমিতির যুগ্ম সম্পাদক সুভাষ শীল, দপ্তর সম্পাদক দীলিপ কুমার শীল, অর্থ সম্পাদক প্রকাশ কুমার শীল, ধর্ম সম্পাদক স্বপন শীল, সদস্য জিৎ শর্মা, সুজিত শীল, শান্তি শীল, প্রফুল্ল শীল প্রমুখ।