মোঃ আব্দুল হাকিম, প্রতিনিধি,রংপুর
চলমান মহামারী করোনার মধ্যে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন, দুঃস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে সেহরীতে খাবার বিতরণ করেছেন রংপুর জেলা ছাত্রলীগ। সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মধ্যেরাতে রংপুর সরকারি কলেজ সংলগ্ন (ক্রিকেট গার্ডেন রোড) বস্তি,বঙ্গবন্ধু ম্যুরাল, বাংলাদেশ ব্যাংক মোড়, আরডিআরএস, জাহাজ কোম্পানী মোড়, দেওয়ান বাড়ি রোডে তার আসে-পাশের এলাকায় প্রায় ১শত মানুষের মাঝে এ খাবার বিতরণ করেছে তারা।
এসময় উপস্থিত ছিলেনদ মেহেদী হাসান সিদ্দিকী রনি সভাপতি রংপুর জেলা ছাত্রলীগ ,সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন সাংস্কৃতিক সম্পাদক অভিনাশ কুমার রায় স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, স্বাস্থ্য সম্পাদক ইয়াসির আরাফাত শুভ উপ প্রচার নাহিদ হাসান সাদ্দাম ছাত্রলীগ নেতা আল শাহরিয়ার, মাহমুদুর রহমান অভি, মেহেদী হাসান জিম ,কিম শাওন, মাহফুজার রহমান রাকিব, নয়ন ইসলাম, তৌহিদ, রেজুয়ানুর রহমান রিদয়, কাজল মহন্ত, জয় মহন্ত, মেজবাহ প্রমুখ।
রমজান মাস ব্যাপি এমন কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তারা জানান।