ভোলা লালমোহন ২০২ পিচ ইয়াবাসহ আটক ১

    • আপডেট সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

    এ. এইচ. রিপন ভোলা- জেলা প্রতিনিধিঃ

    ভোলার লালমোহনে ২০২ পিচ ইয়বাসহ সজিব বেপারী (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। এসময় মোঃ ইমরান হোসেন মুন্না (৩০) নামের একজন পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নির্দেশে এসআই মোঃ আল মামুন ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঁচকুড়ি হাওলাদার বাড়ীর সামনের রাস্তার উপর থেকে সজিব বেপারীরে গ্রেফতার করা হয়। সজিব বেপারী পাশ্ববর্তী বোরহান উদ্দিন উপজেলার ছোট মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুতুবা বেপারী বাড়ীর বাবুল বেপারীর ছেলে। পলাতক মোঃ ইমরান হোসেন মুন্না ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিশোরগঞ্জ এলাকার আবুল বশারের ছেলে। এ ব্যাপারে আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে লালমোহন থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!