ভোলা লালমোহন আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন এমপি শাওন

    • আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

    এ এইচ রিপন ভোলা জেলা প্রতিনিধি .

    ভোলার লালমোহনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এদিন চলতি মাসের অপরাধ পর্যালোচনা, গুজব, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, মৎস্য যে সম্পদ রক্ষা অভিযান, করোনা ভাইরাস প্রতিরোধ এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত আলোচনাসহ উপজেলার নানাবিধ সমস্যা নিরসনে আলোচনা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!