ভোলায় ছাত্রলীগের কমিটি গঠন॥ কিবরিয়া সভাপতি, শুভ সম্পাদক

    • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

    এ. এইচ. রিপন ভোলা জেলা প্রতিনিধি:

    ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পশ্চিম) শাখার বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক এটিএম মুর্তজা সজীব ও যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার। কমিটিতে আল কিবরিয়া সায়েমকে (সভাপতি) ও মো. আকরাম শুভকে (সাধারণ সম্পাদক) করে মোট ১১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, ওয়ালিদ আহমেদ সুজন, নিয়াজুর রহমান ও আফরান হোসেন মাতাব্বর (সহ-সভাপতি)। এ কমিটিতে যুগ্ম সম্পাদক পদে রয়েছেন, মো. হেলাল সিকদার, মো. সুজন বেপারী ও মুন্না ফরাজী। অন্যদিকে, কমিটিতে মো. জোবায়ের হৃদয়, মো. হৃদয় মাতাব্বর ও মো. ইমাম হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এদিকে, রয়েছে নতুন এ কমিটির নেতৃবৃন্দ ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনসহ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুর্তজা সজীব ও হাসান হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে সততা ও নিষ্ঠার সহিত দলীয় রাজনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!