বিশ্বম্ভরপুরে প্রথম অনলাইন বাজার চালু করলো শ্যামল যুব উন্নয়ন কম্পিউটার এর উদ্যোক্তা।
আপডেট সময় :
বুধবার, ৩ জুন, ২০২০
বর্তমান বিশ্বে মহামারি করোনা ভাইরাস হতে বাঁতে হলে ঘরে থাকার কোন বিকল্প নেই। লকডাউনে থাকাকালীন বাসায় বসে বাজার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারলে মানুষ ঘর তেকে বের হওয়ার বেশি প্রয়োজনীয়তা বোধ করবে না। অন্যদিকে তথ্যপ্রযক্তির যোগে ডিজিটাল বাজার দিন দিন চাহিদা সম্পন্ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় সর্বপ্রথম অনলাইন শপ homebazarb.com নামে একটি বাজার চালু করেছে উদ্যোক্তা মোঃ সাইফুল ইসলাম। এই অনলাইন শপে মোদি দোকান, ইলেক্ট্রনিক, কাপড়ের দোকান, ঔষদ, মোবাইল ফোন সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র মানুষ এখন অনলাইনে ঘরে বসে কেনাকাটা করতে পাবেন এবং হোম ডেলিভারির ব্যবস্থা আছে। জেলা শহরের বাহিরে কুরিয়ারে অর্ডার রিসিভ করা হচ্ছে। এই এলাকার প্রথম অনলাইন বাজার এটি। এই ডিজিটাল বাজারে পন্য এড করার কাজ চলছে। কিছুদিনের মধ্যে সমস্তপন্য এড সম্পন্ন হবে বলে হোমবাজারবি.কম টেকনিউজকে জানায় ।