ভোলা জেলা প্রতিনিধিঃ
মুখে হাসি চোখে জল
গড়বো মোরা সমতল এই স্লোগানে মুখরিত হয়ে “বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন” ভোলা জেলার লালমোহন উপজেলা শাখার আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
১৮ই নভেম্বর ২০২১ ইং রোজ বৃহঃবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত দুইশত গরীব অসহায় মানুষের রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়।
বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন, একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পুরো পৃথিবী যখন করোনা ভাইরাসের আতংকে, তখন বড় লোকের ব্যাংক থেকে আর গরীব চেয়ে খায়। কিন্তু মধ্যবিত্তরা পারে না নিজের টাকা খরচ করতে, পারে না কারো কাছে হাত পেতে চাইতে, আত্তসম্মান নিয়ে দুঃখে-দুঃখে মরছে, আর তখনি- নজরুল ইসলাম (শুভ রাজ) উদ্যোগ নিয়ে সারা দেশে ২৫টি টিম করে স্বেচ্ছাসেবী হয়ে কাজ করে। পরবর্তিতে একটি সামাজিক ও স্বেচ্চাসেবী সংগঠনে রূপদান করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম (শুভ রাজ)। সাধারন সম্পাদক এস এম আব্দুর রহিম দায়িত্ব গ্রহন করেন।
২০২১ ইং সালে নিজস্ গঠনতন্ত্র অনুযায়ী “বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন” কেন্দ্রীয় নির্বাহী সংসদে বাস্তবায়ন করেন। আজ সারা দেশে ফাউন্ডেশন এর কার্যকর্ম চলে।
এসময় স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নজরুল ইসলাম (শুভ রাজ) সহ-সভাপতি ইব্রাহিম সবুজ, অর্থসম্পাদক নুরে আলম নুর, সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, যুগ্ন-সাধারন সম্পাদক ভাষ্কর শীল, এবং লালমোহন উপজেলা শাখার সভাপতি শাহ মোঃ শাখাওয়াত, সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ, সাংবাদিক হাসান পিন্টু, সাংবাদিক ইব্রাহিম আকাশ সহ লালমোহন উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।