মোঃ আব্দুল হাকিম, প্রতিনিধি (বদনগঞ্জ,রংপুর)
গত ২৫/০৪/২০২১ ইং তারিখে “বাংলাদেশ আওয়ামী নবীন লীগ” কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ , কেন্দ্রীয় কার্যালয়ঃ-৩২ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা-১০০০। থেকে কেন্দীয় কমিটি “বাংলাদেশ আওয়ামী নবীন লীগ” সম্মানিত সভাপতি জনাব লুৎফুর রহমান সুইট, কেন্দীয় কমিটি “বাংলাদেশ আওয়ামী নবীন লীগ” সংগ্রামী সাধারন সম্পাদক জনাব মোঃ রুহুল কুদ্দুস শাহীন যোথ স্বাক্ষরে রংপুর জেলা শাখার নিম্নক্তো কমিটি অনুমোদন দেন। সভাপতিঃ- ভাষ্কর দত্ত রায় সিনিয়র সহ-সভাপতিঃ- মোঃ নায়েবুল ইসলাম সহ- সভাপতিঃ- মোঃ আব্দুল হাকিম সরকার সাধারন সম্পাদকঃ- ডাঃ এইচ এম নুরনবী জান্নাত রুবেল সাংগঠনিক সম্পাদকঃ- তুষার চন্দ্র র্বমন সহ আরো অনেকে আগামী ০১ বছর মেয়াদে কমিটির অনুমোদন দেন।
কেন্দীয় কমিটি “বাংলাদেশ আওয়ামী নবীন লীগ” সম্মানিত সভাপতি জনাব লুৎফুর রহমান সুইট, “টেক নিউজ বিডি 24” কে জানান, এ কমিটি সচ্ছ ভাবে র্নিবাচন করা হয়েছে এ কমিটি আগামী ০১(এক)বছর সংগঠন পরিচালনা করবে। আমারা আশা করি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবে। কেন্দীয় কমিটি “বাংলাদেশ আওয়ামী নবীন লীগ” সংগ্রামী সাধারন সম্পাদক জনাব মোঃ রুহুল কুদ্দুস শাহীন বলেন, নবগঠিত “বাংলাদেশ আওয়ামী নবীন লীগ” রংপুর জেলা শাখার কমিটি আগামী ০১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।
আগামী ৯০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য বলা হলো।