এম মিজানুর রহমান লিটন, যশোর প্রতিনিধি!! ৩শত কোটি টাকা ব্যায়ে নির্মিত সদ্য সমাপ্ত যশোর-খুলনা মহাসড়কটির বসুন্দিয়ার পদ্মবিলা থেকে বসুন্দিয়া মোড়, প্রেমবাগ এবং অভয়নগরের শেষপ্রান্ত পর্যন্ত মরণফাঁদে পরিনত হয়েছে।
বহু কাংখিত সদ্য সমাপ্ত এই মহাসড়কটি ফুলে-ফেঁপে ভুতুড়ে অবস্থার জন্ম দিয়েছে। আদ্র আবহাওয়া ও অতি বৃষ্টিতে ছোট, বড় অসংখ্য খানা-খন্দ হওয়ায় মহাসড়কটি ভয়ংকর রূপ নিয়েছে। আন্তঃজেলা ও দুরপাল্লার সকল যানবাহনের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বস্তরের যানবাহন ও স্থানীয় জনসাধরনকে। তুলনামূলক গত দুইদিন অতিমাত্রায় ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। গতকাল বিকালে জন-কোলাহল সৃৃষ্টি হয় বসুন্দিয়া মোড় রেল ক্রসিং এলাকায় দূর্ঘটনার দূর্দশার চিত্র প্রত্যক্ষ করতে। গতকাল ২৫টির ও বেশি ছোট-বড় দূর্ঘটনা ঘটে সেখানে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং এলাকাটি মানছেনা কোন সাবধানতা, মানছেনা কোন সতর্কতা।
আর সাথে সাথেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। প্রত্যক্ষদর্শী ও আক্রান্তরা ক্ষোভ, বেদনা ও হতাশায় নানান প্রশ্ন ছুড়ছে খোলা আকাশের দিকে।
অপরদিকে বসুন্দিয়া মোড় থেকে প্রেমবাগ এবং অভয়নগর যাওয়ার মহাসড়কটিতেও একই অবস্থা। দেখে বোঝার উপাই নেই এটি সদ্য সমাপ্ত হাইওয়ে সড়ক। প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা । ভুক্তভোগীদের অসন্তোষ শেষ হয়েও শেষ হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের আন্তরিক হস্তক্ষেপে একমাত্র অবলম্বন বলে প্রকাশ্যে মন্তব্য করছেন সর্বস্তরের মানুষ।