একটি গাছ মানুষের অসময়ের বন্ধু শুধু তাই নয় গাছ আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে। বরিশালের উজিরপুর সামাজিক বন বিভাগের আওতায় সড়কের গাছ বিক্রির উপকার ভোগীদের লভ্যাংশের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সামাজিক বন বিভাগের গৌরনদী রেঞ্জ অফিসার মোঃ সেলিম আহমেদ এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। গাছ বিক্রির সর্বমোট ৫৬,৯৯,৯০০/- টাকা জমা থাকা সত্তে¡ও ঐ এলাকার মোট ১৯৬ জন উপকারভোগীর মধ্যে শুধু ১১১ জন উপকারভোগীদের মাঝে ১৭,৭৫,৩৩৪/- টাকার চেক বিতরন করা হয়।