প্রদীপ দেবনাথ
উজিরপুর উপজেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনারবাংলা গড়ার প্রত্যয়ে আর্থ-সামাজিক উন্নয়ন এর লক্ষ্যে উজিরপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের হতদরিদ্র ভিক্ষুক আবুল হাসান-কে ১টি ইঞ্জিন চালিত ভ্যান প্রদান করা হয় । এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রনতি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ শিকদার বাচ্চু, সমাজসেবা অফিসার ও শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সকলের উপস্থিতিতে সমাজসেবা অফিসার আবুল হাসান-কে পারিবারিক উপার্জনের জন্য ইঞ্জিন চালিত ভ্যান চাবিসহ বুঝিয়ে দেন। আনন্দে শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে হতদরিদ্র আবুল হাসান বলেন, আমি ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে এখন থেকে ভ্যান চালিয়ে সংসার চালাবো। মাননীয় প্রধানমন্ত্রীর ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগীতায় আমি ১টি ইঞ্জিন চালিত ভ্যান পেয়ে অত্যন্ত আনন্দিত।