মোঃ আব্দুল হাকিম,প্রতিনিধি,রংপুর(বদরগঞ্জ)রংপুরের বদরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে বা্ংলাদেশ আওয়ামীলীগের সাধারন সস্পাদক, পৌরসভা মেয়র টুটুল চৌধুরীর আয়োজনে
ছাত্রনেতা মোস্ফিজুর রহমান আপনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে শোক রেলী করে। ২১শে ফ্রেরুয়ারীর প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদের স্বরণে সর্বপ্রথম মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম মো আহসানুল হক চৌধুরি ডিউক,সদস্য,অথ© ও পরিকল্পনা বিষয়ক উ্পকমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ,সম্নানিত সভাপতি মন্ডলির সদস্য, বাংলাদেশ আওয়াম-যুবলীগ,পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জনাব মো আহসানুল হক চৌধুরী টুটুল, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,বদরগঞ্জ উপজেলা শাখা,নবনির্বাচিত মেয়র বদরগঞ্জ পৌরসভা,জনাব মো ফজলে রাব্বি সুইট,চেয়ারম্যান বদরগঞ্জ উপজেলা পরিষ, লিটন চৌধুরী,শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনর্চাজ বদরগঞ্জ থানা, পৌরসভা ও বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে টুটুল চৌধুরি এবং ফজলে রাব্বী, উপজেলা পরিষদের পক্ষে পৌরসভা,জনাব মো ফজলে রাব্বি সুইট,চেয়ারম্যান বদরগঞ্জ উপজেলা পরিষদ যুব লীগের পক্ষে ফারুক হেসেন বাবু,শান্ত চৌধুরি ,রেজাউল করিম পান্না স্বেচ্ছালীগের পক্ষে মারুফ,কুদ্দুস,। ছাত্রলীগের পক্ষে ছাত্রনেতা মোস্তাফিজার রহমান আপন,ছাত্রনেতা মো আব্দুল হাকিম,সাবেক ছাত্রনেতা সুমন, আতিক,আলভি,ছাত্রনেতা আজম, কামরুজ্জামান শান্ত, কামরুজ্জামান প্রান্ত সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মি আরো অনেকে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের স্বরণে ১মিনিট নিরাবতা পালন করে। উপজেলা নির্বাহী অফিসার মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও শহীদদের প্রতি এবং দেশবাসীর উপর দোয়া পরিচালনা করেন।