বদরগঞ্জে গ্রামীণ যুব নারীদের মাঝে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই সামগ্রী বিতরণ

    • আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

    মোঃ আব্দুল হাকিম, প্রতিনিধি বদরগঞ্জ

    রংপুরের বদরগঞ্জ উপজেলা দামোদরপুর ইউনিয়নস্থ আসমতল পাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে গত ১৩ই জানুয়ারি ২০২১ ইং তারিখে বিকাল চারটার ।” দিলালপুর স্বপ্নীল যুব সমবায় সমিতির ” পরিচালনায়। একমাস ব্যাপী গ্রামীণ যুব নারীদের মাঝে দর্জি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় এবং কোর্স শেষ হওয়ার কারণে বিদায় অনুষ্ঠান আলোচনা আলোচনা সভা, পরবর্তী করণীয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সামগ্রী বিতরণ করা হয় ।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলালপুর স্বপ্নীল যুব সমবায় সমিতির সম্মানিত সভাপতি , জনাব মোঃ আব্দুল হাকিম, পরিচালক, লালদীঘি পোস্টম্যান কম্পিউটার ট্রেনিং সেন্টার ও কারিগরি দর্জি প্রশিক্ষণ কেন্দ্র ,অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক আরো উপস্থিত ছিলেন মোঃ সুমন , প্রশিক্ষক সেলাই মেশিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র , প্রধান অতিথি জনাব মোঃ আব্দুল হাকিম ” টেক নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকমকে” বলেন, দিলালপুর স্বপ্নীল যুব সমবায় সমিতি দীর্ঘদিন ধরে হাঁটি হাঁটি পা পা করে ।এলাকার কিছু শিক্ষিত ও মেধাবী তরুণ-তরুণীদের নিয়ে সমিতি গঠিত হয়।

    সমিতির সূচনা লগ্ন থেকে বাল্যবিবাহ রোধ , মাদক নিয়ন্ত্রণ, কর্মসংস্থান প্রশিক্ষণ , গবাদিপশুর প্রশিক্ষণ , সহশিক্ষা কার্যক্রম, বৃক্ষরোপণ ,স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে দর্জি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার মাধ্যমে বছরে সর্বনিম্ন ১০০ থেকে ২০০ জন যুব নারীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে আসছে ।১২০০থেকে ১৫০০ জন যুব নারীদের মাঝে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ প্রদান করে আসছে । প্রশিক্ষণ শেষে তারা যাতে করে কাজ করতে পারে তার জন্য কর্মসংস্থান ব্যবস্থা সহ সেলাই সামগ্রী বিতরণ করে আসছে ।

    এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত সকল নারী স্বাবলম্বী হবে, ততদিন পর্যন্ত ,এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে এবং “দিলালপুর স্বপ্নীল যুব সমবায় সমিতি “সব সময় এলাকার সমাজের উন্নয়নে কাজ করছে ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাল্লাহ।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!