আব্দুল হাকিম , প্রতিনিধি ,রংপুর বদরগঞ্জঃ রংপুর জেলা বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের লালদীঘি বাজারে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন লালদীঘি ডেভেলপমেন্ট সোসাইটি ( এল ডি এস) পাঠাগারের কার্যক্রম বেগবান করার এবং অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুর রশীদ সরকার। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম খান, সহকারি পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা অফিস, বগুড়া। আলোচনা চলাকালে উক্ত সংগঠন (এল ডি এস) এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোঃ মমিনুল ইসলাম , সৌদি প্রবাসী , সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ।
প্রধান অতিথি জনাব মোঃ আমিনুল ইসলাম খান পাঠাগারের গুরুত্ব ও তাৎপর্য এবং করণীয় বিষয় আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে (এল ডি এস) এর কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন