মোঃ মিজানুর রহমান লিটন !!যশোর প্রতিনিধিঃ প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে গতকাল রবিবার বেলা ১২টার সময় প্রেসক্লাব যশোরের সভাপতি, দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন, ভারপ্রাপ্ত সম্পাদক নূর ইসলাম এবং দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারাসহ ৭ জন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব বসুন্দিয়ার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- সহ-সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাদক্ষ আব্দুর রশিদ, শামীম হোসেন, সাইদ ইবনে হানিফ, শেখ গফফার রহমান, মিজানুর রহমান লিটন, মোঃ রাসেল হোসেন, অমল পালিত, এ্যাডঃ মুরাদ হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছন।