শামীম রিগানঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক কাঠ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে অপহরণ করার ১২ ঘন্টা পরে পুলিশ তাকে উদ্ধার করেছে।
বুধবার দুপুরে উপজেলার বালিপাড়া বটতলা এলাকার সাইদুর রহমানের ছেলে কাঠ ব্যবসায়ী ফারুক (৩০)কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপহরণ করা হয়। এই সংবাদটি থানায় জানার পরে ইন্দরকানী থানার পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নামাজপুর এলাকা থেকে বুধবার রাতেই তাকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের সদস্য মিজানুর রহমান (৩০)কে আটক করে।
এ ঘটনায় বৃহস্পতিবার ইন্দুরকানী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। ইন্দরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বিশেষ অভিযান চালিয়ে কাঠ ব্যবসায়ী ফারুককে উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।