পিরোজপুর জেলা প্রতিনিথি। পিরোজপুরে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, এলিজা জামান, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত প্রমুখ।
এর আগে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক এমদাদুল হক মাসুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হতে চাইলে পুলিশে তাতে বাঁধা দেয়।