পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক মি. লাওফা (৫৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় তার ওপর হামলা করে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা শ্রমিকদের বেতনের টাকার ব্যাগও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। নিহত চীনা এ নাগরিক বেকুটিয়া সেতু সাইটের পিরোজপুর সদর থানার কুমিরমারা প্রান্তের আবাসিক অফিস এলাকা থেকে শ্রমিক ব্যারাকে বাইসাইকেলে যাচ্ছিলেন। শ্রমিকদের মাসিক বেতন প্রদানের জন্য টাকাসহ চীনা টেকনিশিয়ান ব্যারাকে যাচ্ছিলেন বলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান। আহত অবস্থায় পিরোজপুর হাসপাতালে আনা হলে রাত পৌনে ৮টার দিকে চিকিত্সাধীন অবস্থায় লাওফার মৃত্যু হয়। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নিজাম উদ্দিন চায়না নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে গিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জোর পুলিশী অভিযান চলছে।