পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মরণে ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১আগষ্ট সোমবার ইন্দুরকানী সরকারি কজেল মিলনায়াতনে উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগীরের সভা পতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যড, এমমতিউর রহমান,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ আল মুজাহীদ,এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা পুলিশের এস আই হেমায়েত উদ্দিন,উপজেলা আ-লীগ অন্যতম নেতা সাঈদুর রহমান সাঈদ, মাহবুবর রহমান ফকির, উপজেলা যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক,সাধারণ সম্পাদক শাহিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাংগঠনিক স্পাদক কামরুজ্জামান শাওন,সাংগঠনিক সম্পাদক আবুবক্কর লাভলু, ইন্দুরকানী সদর ইউপি আ-লীগ সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওলাদা, অনুষ্ঠান পরিচালনা করেণ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ঈস্রাফিল খান নেওয়াজ এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলিগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্টানে ১৫ আগষ্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন পত্তাশী ইউনিয়ন আ-লীগ সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিকদার।
উপজেলা নির্বাহী অফিসার বলেন পাচাত্তরের পনের আগষ্ট জাতির জনকের হত্যার মধ্য দিয়েযে ক্ষতি বাংলাদেশে হয়েছে তা সারাজীবনে পুরণ হবেনা। পনের আগষ্টের শোককে শক্তিতে পরিনত করতে হবে। তিনি বলেণ ছাত্রলীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, বাংলাদেশ ছাত্রলীগ একটি শুশৃখ্ঙল ছাত্র সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজকের এই দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হল।