রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের অসুস্থ রনজিত শীল এর চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মানবতার সেবায় আথির্ক সহায়তা তুলে দেন রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতি।
সোমবার (১৯ জুলাই) রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের অসুস্থ রনজিত শীল এর চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মানবতার সেবায় আথির্ক সহায়তা তুলে দেন রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দ্বিপায়ন সুশীল।
এসময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক সুভাষ শীল, দপ্তর সম্পাদক দীলিপ কুমার শীল, ব্যবসা ও বাণিজ্য সম্পাদক সমীর শীল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুধীর শীল, ধর্ম ও সাংষ্কৃতিক সম্পাদক মাস্টার স্বপন শীল, সদস্য জিৎ শর্মা, বিধু শীলসহ পদুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের গ্রাম প্রতিনিধি ও সদস্যবৃন্দ।
রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলেন, রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির সকল সদস্য ও প্রবাসী সদস্যদের আন্তরিকতা ও ভালোবাসার কারণে মানবতার কল্যানে ত্রান বিতরণ কাযর্ক্রম, অগ্নিকার্ন্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সহায়তা ও অসুস্থ ব্যক্তিকে আথির্ক সহায়তায় কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য সকলের আন্তরিকতা ও ভালোবাসায় রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতি এগিয়ে যাবে।