মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার নড়াগাতী থানার ছয়টি মাদ্রাসায় পাঁচশ জনকে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল থেকে ইফতার সময় পর্যন্ত বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী ব্লাড ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতিসহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ। সভাপতি বলেন, আমাদের সংগঠনের মুল কাজ হলো রক্তদান করা ও রক্ত ম্যানেজ করে দেওয়া। আমাদের উদ্দেশ্য একটাই হাসপাতালে আসা বা ভর্তি হওয়া কোন রোগী যেন রক্তের অভাবে মারা না যায়।
তিনি আরো বলেন আমরা রক্তদানের পাশাপাশি সামাজিক কাজ করার চেষ্টা করি, করোনা কালীন সময়ে অক্সিজেন সেবা নিয়ে সবসময় পাশে ছিল এবং বর্তমানেও ২৪ ঘন্টা অক্সিজেন সেবা চালু আছে, করোনা সময়ে মাস্ক বিতরন, স্যানিটাইজার বিতরন, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করাসহ নড়াগাতী থানার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। রক্ত দানের বিষয়ে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।
417