মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ ০১/০৯/২০২১ তারিখ নড়াগাতী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) নড়াইল মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোছাঃ রোকসানা খাতুন, নড়াগাতী থানা, নড়াইল এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল হাচান সংগীয় অফিসার ও ফোর্সসহ নড়াগাতী থানাধীন জয়নগর ইউনিয়নের জয়নগর বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ হিল্লাল মোল্লা ওরফে হিল্লা (৩৭), পিতা- মৃত লায়েক মোল্লা, সাং- হরিদাসপুর, থানা ও জেলা- গোপালগঞ্জ কে গ্রেফতার করে তার নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।