মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এম সি কলেজসহ সারাদেশে নারীর শ্লীলতাহানি, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশ।তারই প্রেক্ষিতে ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধা ৭ টায় ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের উত্তর পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম ও বিপ্লবী সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশের নির্দেশনায় ১০ নং কোটাকোল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী রনো মোল্যার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শাওন মোল্যা, জসিম মোল্যা, আলমগীর চৌধুরী, ইমরান মোল্যা, রুবেল মোল্যাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, সারাদেশ আজ স্তম্ভিত। এ কেমন বর্ববরতা। জল্লাদের উল্লাস আমাদের বাংলায়! সচেতনতা তৈরি করতে হবে নিজের ঘর থেকেই। নির্যাতনের ভয়ে নারী ঘরবন্দি হলে দেশের সকল খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতন ও ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত এক মাস আগে নোয়াখালীর বেগমগঞ্জে একটি বর্বর-নৃশংস ঘটনা ঘটেছে। যা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। এ ক্ষেত্রে প্রশাসনকে আরো সতর্কবস্থানে থাকতে হবে। আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। অনেককে আবার আইনের আওতায় আনা হলেও নানাভাবে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। এ কারণে দেশে নারী নির্যাতন বেড়ে চলছে।
বক্তারা আরও বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শুরু করে বাংলার প্রতিটি ঘর অনিরাপদ। আমরা মা বোন কন্যাদের নিয়ে শঙ্কিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের অভিভাবক। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। প্রয়োজনে মৃত্যুদন্ড নিশ্চিত করাসহ ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করা হোক। আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কিছু মুখোশধারী শয়তান এ অপকর্ম করে দল ও সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এদের মুখোশ এখনই উন্মোচন করার সময়।