মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার, তোমরা মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলাদেশ গড়বে, তাই সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগী হও। এসময় তিনি শিক্ষার্থীদের কিশোর গ্যাং এর মত অপরাধে না জড়িয়ে এবং মাদকাসক্ত না হয়ে খেলাধূলার মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা অর্জনের পরামর্শ দেন। এছাড়া পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, মেয়েদের উত্ত্যক্ত না করা, শিক্ষক ও গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শন করা, পড়াশোনা করে পিতা-মাতার মুখ উজ্জ্বল করার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব শওকত কবীর, পুলিশ পরিদর্শক জনাব শিমুল কুমার দাস, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব বিপুল কুমার পাঠক, জনাব কানাই লাল বিশ্বাস, জনাব মোঃ সাজেদুর রহমান সহ সিনিয়র শিক্ষকগণ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ।