নড়াইল প্রতিনিধি
খন্দকার সাইফুলঃ
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর “বেদুঈন সাত্তার”কে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার(১৬ নভেম্বর) দুপুরে চাচুড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা কবি ও শিল্পী সংস্থা।অনুষ্ঠানে বেদুঈন সাত্তারের হাতে ক্রেস্ট তুলে দেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
এসময় উপস্থিত ছিলেন নড়াইলের অতিঃপুলিশ সুপার রিয়াজুল ইসলাম,কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা,কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হরিদাস রায়,চাচুড়ি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরক,কবি এইচ এম সিরাজ,খন্দকার খায়রুল আলম প্রমুখ।
জেলা কবি ও শিল্পী পরিষদের সভাপতি কবি হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা পাঠের আসর,জারীগান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য বঙ্গবন্ধুর সকল সভাতেই উপস্থিত থাকতেন বলে বঙ্গবন্ধুই তার নাম দিয়েছিলেন “বেদুঈন”। বঙ্গবন্ধুর হত্যার পরে দীর্ঘ ৩৫ বছর তিনি খালি পায়ে থেকেছেন,গায়ে চাদর দেননি,খুনীদের ফাসি হলে স্যান্ডেল পায়ে দেন।###
খন্দকার সাইফুল
নড়াইল
১৬.১১.২০
০১৭২৪৩২৬০৮৫