নড়াইল প্রতিনিধি,খন্দকার সাইফুলঃ নড়াইলের লোহাগড়া উপজলার দিঘলিয়ায় সুদখোরদের মারপিটে নিহত ট্রাক চালক বিল্লাল বিশ্বাস (৫৫) এর হত্যাকারীদের দ্রুত গ্রফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) বিকালে দিঘলিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে আইয়ুব হাসান মেধার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ বোরহান উদ্দিন, সমাজসেবক সৈয়দ আক্কেল আলী, মোঃ আবুল কালাম বিশ্বাস, শেখ নজরুল ইসলাম, নিহতের ছেলে বাপ্পি বিশ্বাস, রিপন সরদার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে বিল্লাল বিশ্বাস প্রতিবেশি বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু বুড়ার কাছ থেকে ৩ লাখ টাকা সুদে ধার নেন। ওই সুদে পাওনা টাকা চাওয়াকে কেদ্র করে বাবু খাঁ ও কালু বুড়াসহ সঙ্গীরা বিল্লালকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ বাপ্পি বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় ৭ জনকে আসামী করে ৪ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৫।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত আসামী দিঘলিয়া গ্রামের কালু বুড়াকে (৫৩) গ্রফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রফতারের চষ্টা চলছে। ###
খন্দকার সাইফুল
নড়াইল
০৭/১২/২০
০১৭২৪৩২৬০৮৫