জেলা প্রতিনিধি (নড়াইল) : নড়াইলের বড়দিয়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বাজারের বিশিষ্ট তেল ও মুদী ব্যাবসায়ী খোকন সাহা (৫৫)। তিনি চোরখালী গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ সাহার ছেলে।
২৫ আগষ্ট (মঙ্গলবার) রাত ৭:৪৫ মিনিটে তার নিজ বাসা চোরখালীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, খোকন সাহা বাড়ীতে বর্তমানে একাই থাকেন। দোকানের কাজ শেষে অনুমান ৭:৪৫ টায় বাসায় ফিরে গেইট খুলে ঘরে প্রবেশের সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী ডাকাতি করার উদ্দেশ্যে তাকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে। তার আত্তচিৎকারে আাশেপাশের প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতদল পালিয়ে যায়। প্রতিবেশীরা দ্রুত খোকন সাহাকে প্রাথমিক চিকিৎসার জন্য অত্র বাজারের ডাঃ জগদীশ চন্দ্র সরকারের ঘরে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়।
ডাঃ জগদীশ চন্দ্র সরকার বলেন, খোকন সাহার মাথায় তিনটি কোপ বেশ গুরতর এবং ডান হাতেও দুটি কোপ রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত খুলনায় পাঠিয়ে দেওয়া হয়েেছে।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ধারনা করা হচ্ছে ডাকাতদল মেইন গেইটের বিপরীত সাইডের বাউন্ডারি ওয়াল টপকে ভিতরে অবস্থান করছিল। ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে। এলাকায় পুলিশ টহল অব্যাহত রয়েছে।