মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি,(নড়াইল):
নড়াইলের নড়াগাতী থানার শুড়িগাতি গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান শিকদার (৭০) মৃত্যুবরন করেছেন। তিনি পুটিমারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, মৃত সুলতান শিকদার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী করতেন। চাকুরী কালিন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৮৬ সালে সরকারি নিয়ম অনুযায়ী চাকুরী থেকে অবসর নেন। পরবর্তীতে তিনি অত্র থানার শুড়িগাতি গ্রামেই পরিবার নিয়ে বসবাস করতেন। বেশ কিছুদিন যাবত তিনি শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
০৬ সেপ্টেম্বর রাত ১১.১০ টায় স্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরন করেন। বিকাল সোয়া তিনটায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রাম পুটিমারীতে দাফন করা হয়।
এ সময় যশোর সেনানীবাসের দশ সদস্যের একটি দল ও নড়াগাতী থানা পুলিশের একটি চৌকস দল মরহুম মুক্তিযোদ্ধা সুলতান শিকদারকে গার্ড ওফ অনার প্রদান করেন এবং ৪০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ পুর্বক তাঁর কবরে ফুলেল শুভেচ্ছা জানান।
অন্যান্যদের মধ্যে আরো উপজেলা ভুমি কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, তরিকুল আলম মুন্নু, ইউনিয়ন কমান্ডার, খান লুৎফর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মৃত্যুকালে মরহুম মুক্তিযোদ্ধা সুলতান শিকদার স্ত্রী, তিন পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।