মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ নড়াইলের কালিয়া উপজেলার সাতরাখালী এলাকা থেকে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম শেখকে আটক করেছে নড়াইল ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল। ১লা জুন (মঙ্গলবার) অপরাহ্নে তাকে আটক করা হয়। আটকটকৃত সাদ্দাম উপজেলার বেন্দারচর গ্রামের মৃত ফুলমিয়া শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন এস,আই, দেবব্রত চিন্তাপাত্র ও এএসআই সেলিমুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার সাতরাখালী গ্রামে অভিযান চালিয়ে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম শেখকে আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র বলেন, আটককৃত আসামীকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।