মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি (নড়াইল): নড়াইলের আইনশৃংখলা পরিস্থিতি ও পুলিশের নতুন নম্বর বিষয়ে প্রেসব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে আইন শৃংখলা নিয়ন্ত্রনে নানা দিক তুলে ধরেন। এসময় অরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার রিয়াজ ইসলাম (প্রশাসন ও অপরাধ),অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান,ডি আই ও (১) এম এম ইকবাল হোসেন,ওসি(ডিবি) মো.নাসির,সদর থানার ওসি মো.ইলিয়াস হোসেন প্রমুখ।
আগামী ১ অক্টোবর থেকে জেলার পুলিশ কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশ অফিসারদের নতুন মোবাইল নম্বর সমূহ উল্লেখ করে পুলিশ সুপার বলেন,জনগনের কাছ থেকে অপরাধের তথ্য পেতে স্থায়ীভাবে এই নম্বর সমূহ ভালো কাজ করবে। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন।