ভোলা জেলা প্রতিনিধিঃ লালমোহনে বিধিনিষেধ অমান্য করে মেম্বারের জনসমাগম শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ছালাউদ্দিন শামিম।
গতকাল শনিবার (৩১ জুলাই) সকালে প্রতিবাদলিপিতে ইউপি সদস্য মোঃ ছালাউদ্দিন শামিম উল্লেখ করেন, “লকডাউনে ভোলায় জনসভা” শিরোনামে গত ২৯ জুলাই তাঁকে জড়িয়ে ভোলা নিউজ ডটকম ও দৈনিক সরেজমিন বার্তা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
সংবাদে উল্লেখ করা হয়, চলমান লগডাউন ও করোনা ভাইরাস মহামারীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শতাধিক মানুষ নিয়ে ইউপি সদস্য মোঃ ছালাউদ্দিন শামিম ফরাজগঞ্জের ৫নং ওয়ার্ডস্থ আনিচল হক মিয়ার বাজারে জনসমাগম করেছেন।
প্রকাশিত ওই সংবাদটি মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন।
মূলতঃ আনিচল হক মিয়ার বাজারের দোকানদার রিয়াজের দোকানের মিষ্টি খেয়ে এলাকার কয়েকটি পরিবারের ১৩টি শিশু অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর লোকজন দোকানী রিয়াজের উপর চড়াও হয়। তখন উত্তেজিত জনতা কে শান্ত করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন শামীম।
ওই ঘটনাটি পবিত্র ঈদ উল আজহার দুই দিন আগের। তখন লকডাউন শিথিল ছিল।
কিন্তু একটি কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পুরনো ঘটনাকে নতুনভাবে সাজিয়ে নেয় এবং মিষ্টির দোকানদার রিয়াজের দ্বারা প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।
তাই প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মোঃ ছালাউদ্দিন শামীম।
পাশাপাশি মূল ঘটনা আড়াল করে এমন অসত্য সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানান তিনি।