পিরোজপুরের নাজিরপুরে হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তিকর লেখা পোস্ট দেয়ায় প্রাণকৃষ্ণ হালদার (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত প্রাণকৃষ্ণ হালদার উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন মৃত জ্ঞানেন্দ্র হালদারের ছেলে। মঙ্গলবার সকালে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত প্রাণকৃষ্ণ হালদার তার নিজের ফেসবুকে মুহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার ঘটনায় ওষুধ ব্যবসায়ী এসএম রিয়াজ উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার সকালে নাজিরপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ইসলাম ও মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকর পোস্ট দেয়ায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।