নড়াইলে ‘ন্যায়কুঞ্জ’ নামকরণে বিচারপ্রার্থীদের-বিশ্রামাগার এর শুভ উদ্বোধন
খন্দকার সাইফুল নড়াইল:
নড়াইলে ‘ন্যায়কুঞ্জ’ নামকরণে বিচারপ্রার্থীদের-বিশ্রামাগার এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহামুদুল হক।
বুধবার (৭ মে ) সকাল ১০ টায় নড়াইল জেলা ও দায়রা জজ কোর্টের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ন্যায়কুঞ্জের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ও বকুল ফুলের চারা রোপন করেন।
এ সময় শারমিন নিগার জেলা ও দায়রা জজ, মাহমুদা খাতুন সিনিয়র জেলা ও দায়রা জজ, নড়াইল জজ আদালতে পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ সহ বিচারকবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহামুদুল হক বলেন, ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা হলে দূর দূরান্ত থেকে বিচারপ্রার্থী মা-বোন সহ সকলেই এখানে অপেক্ষা করে খানিকটা স্বস্তি অনুভব করবেন। এছাড়াও এখানে মায়েরা তাদের শিশু বাচ্চাদেরকে নিরাপদে দুধ পান করাতে পারবেন।
Leave a Reply