ডাক বিভাগের আধুনিক যুগের সূচনা

    • আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

    চট্টগ্রাম প্রতিনিধি#

    ডাক অধিদপ্তরের ব্যবস্থাপনায় চট্টগ্রাম পোস্টাল বিভাগের আয়োজনে দুইদিন ব্যাপী ডোমেস্টিক মেইল সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ ও পস মেশিন বিতরণ অনুষ্ঠান ৩ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম জিপিও’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে রুম্পা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল ড. মোঃ জামাল পাশা। বিশেষ অতিথি ছিলেন ডাক অধিদপ্তর এর পরিচালক (কর্মী ও সংস্থাপন) মোঃ আলতাফুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত) মোঃ তৈয়ব আলী, চট্টগ্রাম জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার ড. মোঃ নিজাম উদ্দীন, চট্টগ্রাম পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহ, মাস্টার ট্রেইনার মোঃ হারুন অর রশিদ, বিজয় চক্রবর্তী, আজিজুল হক প্রমুখ।
    প্রশিক্ষণে ডাক বিভাগ আধুনিক করণে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মীদের পস মেশিন ব্যবহার ও আধুনিক ডাক সেবা চালু বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ২দিন ব্যাপী কর্মশালার প্রথম দিনের কর্মশালা শেষ হয়। এতে ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!