ঢাকা প্রতিনিধি
শুদ্ধাচার প্রতিষ্ঠায় জনপ্রশাসন পদক জয়ী গুণীজনদের উপস্থাপনায় নাগরিক দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা ও দেশাত্ববোধ উজ্জীবিতকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ডাক অধিদপ্তরের সম্মেলন কক্ষে অদ্য ২৩ ডিসেম্বর ২০২১ ডাক অধিদপ্তরের শুদ্ধাচার কৌশল এর বিকল্প ফোকাল পয়েন্ট ও ডাক অধিদপ্তরের প্রোগ্রামের মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ সিরাজ উদ্দিন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মান্নান(পিএএ), বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক(পরিকল্পনা) ও শুদ্ধাচার কৌশল, ডাক অধিদপ্তরের ফোকাল পয়েন্ট মোঃ হারুনুর রশীদ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের পরিচালক (ডাক) এসএম হারুন অর রশিদ, মোঃ ফরিদ আহমদ, অসীত কুমার শীল, আলতাফুর রহমানসহ ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, করোনাকালিন সময়ে ই-নথির মাধ্যমে ডাক বিভাগীয় সামগ্রিক কার্যক্রম পরিচালিত হওয়ায় সরকারি অন্যান্য দপ্তরের ন্যায় ডাক বিভাগও সামগ্রিক কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।